পবিপ্রবি ছাত্রলীগের ১ বছরের জন্য কমিটি গঠন « বিডিনিউজ৯৯৯নেট

পবিপ্রবি ছাত্রলীগের ১ বছরের জন্য কমিটি গঠন

মোঃ নাসির উদ্দিন জুয়েল বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ।
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ১০:৫০
মোঃ নাসির উদ্দিন জুয়েল বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ।
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ১০:৫০
Link Copied!
পবিপ্রবি ছাত্রলীগের ১ বছরের জন্য কমিটি গঠন -- বিডিনিউজ৯৯৯ডটকম

সিভি সংগ্রহের পর দীর্ঘ ৭ মাস পরে ছাত্রলীগের নূতন কমিটি পেল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। উক্ত কমিটি ঘোষণার খবরে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করা হয়।

বুধবার (০৯ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আরাফাত ইসলাম খান সাগরকে সভাপতি ও মেহেদী হাসান তারেককে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কবি পবিপ্রবি ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

পবিপ্রবি ছাত্রলীগের আংশিক কমিটিতে সহ-সভাপতি পদে ১২ জনকে  রাখা হয়েছে। তারা হলেন- শুভজ্যোতি চক্রবর্তী, মোঃ মেহেদী ইসলাম, মোঃ আশরাফুল আলম খান রুবায়েদ, তৌফিক হাসান শোভন, সৈয়দ হাসান ইকবাল, শফিকুর রহমান সৌরভ, মোঃ মশিউর রহমান বাবু, মোঃ তাওহিদুল ইসলাম, নাহিদ মাহমুদ সাকিব, মোঃ তানভীর আহমেদ সিদ্দিকী, আশিকুর রহমান হিমেল, জোবায়ের হোসেন জিম।

বিজ্ঞাপন

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭ জনকে রাখা হয়েছে। তারা হলেন- তাফসির আহমেদ সুফল, তুহিন রায়হান, তানভীর আহমেদ, মেহেদী হাসনাত অনি, মোঃ সাদ্দাম হোসেন,  আল আজিম, এনামুস জাহান ইফতি।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ৮ জন। তারা হলেন- মোঃ কামরুজ্জামান আকিমুল, রাকিবুল ইসলাম রোমিও, পান্থ বিশ্বাস, মোঃ এনামুল হক পাভেল, সালমান রাফসান জানি প্রতীক, মোঃ মাহফুজুর রহমান, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ সিহাব উদ্দিন বুখারী।

উল্লেখ্য, পবিপ্রবি ছাত্রলীগের কমিটির এই বিজ্ঞপ্তিতে মাত্র ২ জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়। তারা হলেন- রাতুল দেউরি, এ বি এম ইমরান হোসেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ: