নাটোরে নবনির্বাচিত ১২চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত
নাটোরে দুই উপজেলার নবনির্বাচিত ১২ইউপি চেয়ারম্যান শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৮শে ডিসেম্বর) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. শামীম আহমেদ।
নাটোর সদর উপজেলার নবনির্বাচিত সাত চেয়ারম্যানরা হলেন- তেবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ওমর আলী প্রধান, কাফুরিয়া ইউনিয়নে আবুল কালাম, হালসা ইউনিয়নে শফিকুল ইসলাম, ছাতনী ইউনিয়নে তোফাজ্জল হোসেন সরকার, দিঘাপতিয়া ইউনিয়নে শরিফুল ইসলাম বিদ্যুৎ , বড়হরিশপুর ইউনিয়নে ওসমান গণি ভুঁইয়া এবং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে নুরুজ্জামান কালু এবং বড়াইগ্রাম উপজেলায় পাঁচ নবনির্বাচিত চেয়ারম্যান চান্দাই ইউনিয়নে শাহনাজ পারভীন, জোনাইল ইউনিয়নে আবুল কালাম আজাদ, নগর ইউনিয়নে মস্তফা শামসুজোহা সাহেব, বড়াইগ্রাম ইউনিয়নে মোমিন আলী এবং গোপালপুর ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক শপথ গ্রহন করেন।
উল্লেখ্য গত ১১ নভেম্বর এই দুটি উপজেলার ১২ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।