মুজিবনগর বাগোয়ান ইউপির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ৩নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা করেছে মেহেরপুর জেলা পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য শাহীন উদ্দিন শাহীন।
সংবর্ধনা উপলক্ষে বুধবার বেলা সাড়ে চারটার সময় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এর পাশে জেলা পরিষদ সদস্য শাহীন উদ্দিন শাহীন এর নিজস্ব অফিসে সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শাহীন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসান মুস্তাফিজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক সোহাগ মণ্ডলসহ নব নির্বাচিত সদস্য ও সদস্যা বৃন্দ।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ওয়ার্ড সদস্য সদস্যাদের সংবর্ধনা শেষে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বেগবান করার জন্য, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ মিলে একসাথে উন্নয়নমূলক কাজ করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।