২০২২ শিক্ষাবর্ষ : ৬ষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ « বিডিনিউজ৯৯৯নেট

২০২২ শিক্ষাবর্ষ : ৬ষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৮:৩৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৮:৩৯
Link Copied!

মাধ্যমিক পর্যায়ে ২০২২ শিক্ষাবর্ষে শ্রেণি কার্যক্রম বা কোন রুটিনে ক্লাস হবে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির দেওয়া নতুন নির্দেশনায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি বা প্রাথমিকের শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে মাউশি’র মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষর করা নির্দেশনায় সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের উদ্দেশে বলা হয়, সরকারি ছুটির তালিকা অনুসরণ করে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ওপর ক্লাস নিতে হবে। দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস নিতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুদিন তিনটি বিষয়ের ওপর ক্লাস নিতে হবে। এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে এক দিন তিনটি বিষয়ের ক্লাস নিতে হবে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চলমান রাখার কথাও মাউশির নির্দেশনায় উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

সর্বশেষ: