৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মধুখালীতে উপজেলা ছাএলীগের বর্ণাঢ্য র্যালী
দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাএলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী,এ উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালীসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
৪ জানুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মধুখালী রেলগেটস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনের বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সস্পাদক মোঃ রেজাউল হক বকু।
রেলগেট দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে ঢাকা খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধু ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলী ও র্যালী পরবর্তীতে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা ছাএলীগের সভাপতি মো: রবিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা চেয়ারম্যান ও যুগ্ম সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মো: ইলিয়াস মিয়া,্এ্যাড. আলিউজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ইনজামুল আলম অনিক , সহ-সভাপতি মো: নাইমুল ইসলাম নাজমুল, মো: আব্দুল্লাহ্ শরীফ,পৌর সভাপতি রাকিবুল ইসলাম পাপ্পু,সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান বাবু সহ উপজেলা ছাএলীগ,ইউনিয়ন ছাএলীগের নেতুবৃন্দ