সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশে সাতক্ষীরায় ১৬ ইউপিতে ভোট সম্পন্ন
ব্যাপক প্রচার প্রচারনা শেষে উৎসবঘন পরিবেশে সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও কলারোয়া এই তিন উপজেলার ১৬ টি ইউনিয়নে বুধবার ইউপি নির্বাচনে ভোট শেষ হয়েছে । সকাল থেকে শীতের তীব্রতা উপেক্ষা সকল কেন্দ্রে দেখা গেছে ভোটারদের উপচে পড়া ভিড়। আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে সর্ব প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। প্রশাসনের কঠোর অবস্থানে থাকার কারনে দুই একটি ছোট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চলছে সুষ্ঠ ভাবে চলছে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে । এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্টু ও শান্তিপুর্ণ নির্বাচনে লক্ষে ইতিমধ্যে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তবে বিভিন্ন এলাকা ঘুরে সাধারন ভোটাদের সাথে কথা বললে তারা জানান, এবার দলীয় কোন্দলের কারনে আ”লীগ মনোনীত প্রার্থী ছাড়া সতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের জয়ের সম্ভবনা বেশী রয়েছে।
জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১ টি, শ্যামনগর উপজেলার ৩ টি ও কলারোয়া উপজেলার ২টিসহ মোট ১৬ টি ইউনিয়নে ১৫৩ টি কেন্দ্রে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। তিন উপজেলায় মোট ৩ লাখ ২৮ হাজার ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার ৪৬৬ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৪৪ জন।এই তিন উপজেলায় মোট চেয়ারম্যান পদে ৭৫ জন, সদস্য পদে ২০৪ জন নারী সদস্য পদে ৬৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান তিনি।
জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ইউপি নির্বচন ঘিরে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী মাজিস্ট্রেট, পুলিশের পাশাপশি বিজিবি,প্লাটুন র্যাব আনসার সদস্য নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন।