দেশের সর্ববৃহৎ দাসিয়ারছড়ায় শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন বই
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দেশের সর্ববৃহৎ বিলুপ্ত সিট মহল দাসিয়ারছড়ায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
বুধবার ৫ জানুয়ারি সকাল দশটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় বিদ্যালয় চত্বরে মাদ্রার শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী থানার এএসআই রেজাউল করিম, শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বই বিতরণ কালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট জানান, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই তুলে দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই তুলে দেওয়া হল।