খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায় -অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম « বিডিনিউজ৯৯৯নেট

খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায় -অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২২ | ১২:১৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২২ | ১২:১৪
Link Copied!

খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এগুলোর নিয়মিত চর্চা হওয়া দরকার। উত্তর জনপদের বগুড়ার বেসরকারি পন্ড্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি প্রতি বছর খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা হয়ে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় শিক্ষা অর্জনের মাধ্যমে এখানে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন হবে। পুন্ড্র বিশ্ববিদ্যালয় পড়াশুনা সাংস্কৃতিক চর্চা সব দিক থেকে বিশ্ব নন্দিত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে। এখান থেকে আলোকিত মানুষ গড়ে উঠবে এবং তারা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে। তিনি গতকাল পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (পিইউবি) ক্যাম্পাস রংপুর রোড গোকুল বগুড়ায় স্প্রিং ফেস্ট-২০২২ এর সমাপনী দিনে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ও টিএমএসএস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম, সাবেক প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ আব্দুল হাই চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনসার আলী তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন, টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমানসহ পিইউবি‘র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য চার দিনব্যাপী স্প্রিং ফেস্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলা, ক্রিকেট, ভলিবল, লুডু, দাবা, টেবিল টেনিস, দৌড়, ব্যাডমিন্টন, ক্যারাম, যেমন খুশী সাজ, নাটক, আবৃত্তিসহ বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণ করে। সমাপনী দিনে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। বিজ্ঞান মেলা পরিদর্শন করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ অতিথিবৃন্দ মুগ্ধ হন। এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় ভিত্তিক প্রজেক্ট তৈরীর জন্য অর্থ বরাদ্ধের ঘোষণা দেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে শেষ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,গন্যমান্য ব্যক্তি বর্গ সহ বহু দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

বিষয়ঃ: