মিথিলা পালকার ও জাভেদ জাফেরির সঙ্গে হিন্দি সিনেমায় সিয়াম
বলিউড অভিনেত্রী মিথিলা পালকার ও জাভেদ জাফেরির সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিয়াম আহমেদ। ভারতের কলকাতার খিদিরপুরের মুসলিম নারী বক্সার শামা’র ওপর ভিত্তি করে নির্মাণ হতে যাওয়া এ সিনেমার নাম ‘ইন দ্য রিং (স্টোরি অব এ বোরকা বক্সার’। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিনের ওয়েব ভার্সন ভ্যারাইটি ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সিনেমাটির নাম ‘ইন দ্য রিং’। এটি পরিচালনা করছেন মার্কিন-ভারতীয় নির্মাতা অলকা রঘুরাম। এ সিনেমা প্রসঙ্গে সিয়াম তেমন কিছু বলতে রাজি নন। শুধু বললেন, ‘চার মাস আগে আমি অডিশন দিয়েছিলাম; চুক্তিবদ্ধ হয়েছি সম্প্রতি। আমার চরিত্রের নাম রওশন। আর কিছু বলার অনুমতি নেই।’ তবে একটি ঘনিষ্টসূত্র বলছে, পরিচালক, প্রযোজকদের সঙ্গে কিছুদিন আগে সিয়ামের ছবিটি নিয়ে কথা হয়। সম্প্রতি এই ছবির একটি দল সিয়ামের সাথে চুক্তি করতে ঢাকায় অবস্থান করছে। শিগগির এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর পরিকল্পনার কথাও শোনা গেছে।