দীর্ঘ তাপপ্রবাহের পর তুমুল বৃষ্টি, স্বস্তিতে দিল্লি « বিডিনিউজ৯৯৯নেট

দীর্ঘ তাপপ্রবাহের পর তুমুল বৃষ্টি, স্বস্তিতে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২০ মে, ২০২২ | ১০:২৬
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২০ মে, ২০২২ | ১০:২৬
Link Copied!

এক সপ্তাহেরও বেশি সময় তীব্র তাপপ্রবাহ চলার পর স্বস্তির বৃষ্টি নেমেছে ভারতের রাজধানী দিল্লিতে। শুক্রবারের বৃষ্টির পর থেকে তাপপ্রবাহ দূর হয়ে আরামদায়ক শীতলতা হাওয়া বইছে রাজধানী জুড়ে।

রাজধানীর সব এলাকায় অবশ্য বৃষ্টি হয়নি, তবে বেশ ‍কিছু অঞ্চলে শুক্রবার ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এই বৃষ্টির প্রভাবে আগামী তিন-চারদিন দিল্লির তাপমাত্রা বেশ স্বস্তিদায়ক থাকবে বলেও ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে উল্লেখ করেছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা।

গত এপ্রিল থেকেই তাপমাত্রার পারদ চড়ছিল দিল্লিতে। মে মাসে তা আরও বাড়তে থাকে। গত ১৬ মে দিল্লি ও তার আশপাশের কিছু এলাকার তাপমাত্রা পৌঁছায় ৪৯ ডিগ্রি সেলসিয়াসে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে রাজধানীবাসীকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছিল আবহাওয়া দপ্তর।

গতকাল বৃহস্পতিবারও দিল্লির তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ওপর।

বিজ্ঞাপন

বিষয়ঃ: জলবায়ু