এশিয়া কাপ শ্রীলঙ্কায় না হলে বাংলাদেশেই হবে: পাপন
শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন সম্ভব-অসম্ভবের দোলাচলে পড়ে গেছে। দেশটিতে চলমান বিক্ষোভের কারণে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে দেশটিতে। যার প্রভাব পড়েছে দেশটির ক্রিকেট বোর্ডেও। ফলে শেষ পর্যন্ত যদি দ্বীপরাষ্ট্রটিতে এশিয়া কাপ আয়োজন সম্ভব না হয়, তবে বাংলাদেশেই হবে বলে জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। শুক্রবার (২০ মে) শেখ জামাল ক্রিকেট ক্লাবের আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এশিয়া কাপ নিয়ে এমন তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। এশিয়া কাপ নিয়ে জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, সময়ই বলে দেবে এশিয়া কাপ কোথায় হবে। যদি এটার আয়োজক পরিবর্তন হয়, তবে অবশ্যই প্রথম পছন্দ হবে বাংলাদেশ। যদি ওরা (শ্রীলঙ্কান ক্রিকেট) মনে করে ওরা পারবে না, তাহলে এটা বাংলাদেশেই হবে। তবে এই মুহূর্তে এশিয়া কাপ নিয়ে প্রশ্ন করাটা পছন্দ নয় নাজমুল হাসানের। বিসিবি বস আরও যোগ করেন, এটা এবার শ্রীলঙ্কায় হওয়ার কথা। তাদের অবস্থা খারাপ, তাদের বোর্ডও ভালো অবস্থায় নাই। তবে এই সময়ে এই প্রশ্ন করার মানে নেই। এটা নিয়ে কথা বলা আমাদের এখন উচিত হবে না।