এশিয়া সফরে এসে কিমকে বাইডেনের ‘হ্যালো’
ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন। রোববার (২২ মে) দক্ষিণ কোরিয়া সফরের শেষ দিনে বাইডেন এই বার্তা দেন। বিগত পাঁচ বছরের মধ্যে উত্তর কোরিয়া প্রথম বার পারমাণবিক অস্ত্রের যে পরীক্ষা চালিয়েছে, তা নিয়ে মোটেও ‘চিন্তিত নন’ বলে জানান বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ছেড়ে জাপানের উদ্দেশে রওনা দেয়ার সময় সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, কিমের উদ্দেশ্যে তার কোনো বার্তা আছে কি না। উত্তরে তিনি বলেন, ‘হ্যালো…পিরিয়ড’। কিন্তু, উত্তর কোরিয়ার সঙ্গে অমীমাংসিত উত্তেজনা নিয়ে প্রশাসনের মনোভাব জানতে চাইলে বাঁকা প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাইডেন। তার এমন উত্তরেই বোঝা যাচ্ছে, পিয়ংইয়ংয়ের সঙ্গে উত্তেজনা দূর করতে বাইডেন প্রশাসনের উদ্যোগ বেশ সীমিত, যা আগের প্রশাসনের অবস্থানের পুরোপুরি উলটো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে প্রথম দিকে উত্তর কোরিয়ার সঙ্গে একের পর এক হুমকি বিনিময়ের পর দুই দেশের মধ্যে শীর্ষ সম্মেলন, এমনকি কিমের সঙ্গে ট্রাম্পের ‘প্রেমপত্র’ও বিনিময় হয়েছিল।