চৌহালিতে যমুনা নদী ঘেরা ১৫ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ « বিডিনিউজ৯৯৯নেট

চৌহালিতে যমুনা নদী ঘেরা ১৫ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ১ নভেম্বর, ২০২২ | ৮:১৭
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ১ নভেম্বর, ২০২২ | ৮:১৭
Link Copied!
চৌহালিতে যমুনা নদী ঘেরা ১৫ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ -- বিডিনিউজ৯৯৯ডটকম

জেলার চৌহালী উপজেলায় যমুনা নদীতে ঘেরা ১৫ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের জোতপাড়া ঘাটের পশ্চিমে ও জনতা স্কুলের পশ্চিমে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।
এসময় নদীতে আড়াড়ারি করে বাঁশ পুতে জাল আটকিয়ে বিভিন্ন প্রজাতির মাছ সহ সকল জলজ প্রাণি নিধন করা হয়। মাছ ধরার অন্যান্য উপকরণ জব্দ করা হয়।
অভিযানে চৌহালী নৌ পুলিশের ইনচার্জ ফারুক হোসেন ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন। পরে প্রায় দেড় লাখ টাকা মুল্যে ১৫ হাজার মিটার অবৈধ নেট জাল জনস্মুখে ধ্বংস করা হয়।

বিষয়ঃ: