বরগুনা বেতাগীতে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত ৩ « বিডিনিউজ৯৯৯নেট

বরগুনা বেতাগীতে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত ৩

কে এম মাইনুল ইসলাম সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২২ | ১০:২৯
কে এম মাইনুল ইসলাম সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২২ | ১০:২৯
Link Copied!
বরগুনা বেতাগীতে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত ৩ -- বিডিনিউজ৯৯৯ডটকম

বরগুনা জেলার বেতাগী উপজেলায় বেতাগী- বরগুনা সড়কে খানের হাট নামক স্থানে মর্মান্তিক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। ৩ রা নভেম্বর ২০২২ রাত ১১ঃ৩০ মিনিটের সময় এ দূর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন উপজেলার মোল্লারহাট গ্রামের আরাফাত(১৩), সিয়াম (১৪) ও রাব্বি (১৪) এরা তিনজনই শিশু। তারা মোকামিয়া দরবার শরীফে অনুষ্ঠিত মাহফিল থেকে বাড়ি ফিরছিল মোটরসাইকেল করে। এমন সময় দূর্ঘটনা ঘটলে মাহফিলে কর্তব্যরত পুলিশ সদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহতের পরিবারের আর্তনাদে কেপে উঠছে স্বাস্থ্য কমপ্লেক্স।

বিষয়ঃ: