পটুয়াখালীর বদরপুরে ওয়ার্ড আওয়ামীর ত্রি-বার্ষিক সম্মেলন « বিডিনিউজ৯৯৯নেট

পটুয়াখালীর বদরপুরে ওয়ার্ড আওয়ামীর ত্রি-বার্ষিক সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১২:০০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১২:০০
Link Copied!
পটুয়াখালীর বদরপুরে ওয়ার্ড আওয়ামীর ত্রি-বার্ষিক সম্মেলন -- বিডিনিউজ৯৯৯ডটকম

পটুয়াখালীতে ২নং বদর পুর ইউনিয়নে ৭,৮ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭নভেম্বর সোমবার বিকাল ৪টায় টেংরাখালী ওয়ায়েজাবাদ সিনিয়র মাদ্রাসা মাঠে ২নং বদর পুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭,৮, ও ৯নং ওয়ার্ডের আয়োজনে ৭নং ওয়ার্ড বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বদরপুর ইউনিয় শাখার সভাপতি কাজী মজিবুর রহমান। অনুষ্ঠানে উদ্ভাদ্বক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বদরপুর ইউনিয় শাখার সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহসভাপতি মোঃ ফারুক হোসেন হাং, মোঃ এসকানদার বারী, মোঃ লতিফ হাং, যুগ্মসাধারণ সম্পাদক বদরুল তাং, মোঃ রফিক হাং , সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানে প্রমুখ, ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সমার্থন নিয়ে বিনা প্রতিদ্বন্ডিতায় নির্বাচিত হয়। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো; মালেক আকন ও সাধারন সম্পাদক মোঃ গোলাম মস্তফা,৮নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী ৩জন ও সাধারন সম্পাদক ৪জন ও ৯ নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী ৪জন ও সাধারন সম্পাদক ৪জন । উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে ৭,৮,৯ নং ওয়ার্ডের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয়ঃ: