বিশ্বকাপের স্টেডিয়ামে আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক নিষিদ্ধ « বিডিনিউজ৯৯৯নেট

বিশ্বকাপের স্টেডিয়ামে আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক নিষিদ্ধ

মোহাম্মদ শিশির হোসেন বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ২:৪৫
মোহাম্মদ শিশির হোসেন বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ২:৪৫
Link Copied!
বিশ্বকাপের স্টেডিয়ামে আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক নিষিদ্ধ -- বিডিনিউজ৯৯৯ডটকম

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের বিশ্বকাপের দিন গণনা শুরু হয়ে গেছে। আর মাত্র ১১ দিন পরেই মাঠে গড়াবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই প্রতিযোগিতা। এজন্য গোটা বিশ্ব থেকে সমর্থকরাও নিজেদের প্রস্তুত করছেন। এরই মধ্যে কেউ কেউ কাতারে পা রেখেছেন, আবার অনেকে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগেই আর্জেন্টাইন সমর্থকদের জন্য দুঃসংবাদ দিয়েছে কাতারের বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সহিংস, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে না পারা ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করেছে কাতার, যাদের বিশ্বকাপের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বুয়েনস এইরেস শহরের সরকার প্রশাসন এই তালিকার কথা জানায়। এর বিচার ও নিরাপত্তামন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সহিংস সমর্থকেরা এখানে এবং কাতারেও আছেন। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই আর তাই সহিংসরা (সমর্থক) স্টেডিয়ামের বাইরে থাকবে।’ এদের নিষিদ্ধ করার কারণটিও ব্যাখ্যা করেছেন ডি’আলেসান্দ্রো। তিনি বলেন, ‘বারাস’ (সহিংস সমর্থক) সমর্থকগোষ্ঠীর সঙ্গে জড়িত ব্যক্তিরা এ তালিকায় আছেন, যারা হিংস্র কাজে যোগ দেন এবং ত্রাপিতোজের (অবৈধ ব্যবসা) সঙ্গে জড়িত। যেসব সন্তান (বিচ্ছেদ ঘটা মা–বাবার) নিজের খরচ মেটাতে পারেন না, তারাও আছেন এই তালিকায়।’ কাতারে বিশ্বকাপ চলাকালে সমর্থকরা কড়া নিরাপত্তায় থাকবে। এজন্য বিভিন্ন দেশের পুলিশ থেকে শুরু করে সামরিক বাহিনী কাতারের নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে কাজ করবে। এদিকে গত জুন মাসে কাতার দূতাবাসের সঙ্গে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি চুক্তি সই করে। যেন বিশ্বকাপে আর্জেন্টিনার সহিংস সমর্থকরা স্টেডিয়ামে ঢুকতে না পারেন। ডি’আলেসান্দ্রো আরও জানিয়েছেন, কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢোকা থেকে যে ৬ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হয়েছে, তাদের মধ্যে প্রায় ৩ হাজার সমর্থক ‘বারাব্রাভাস’ সমর্থকগোষ্ঠীর সদস্য। সহিংস আচরণের কারণে তাদের স্থানীয় ফুটবল ম্যাচ দেখাও নিষিদ্ধ। ‘বারাব্রাভাস’ আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী।

বিষয়ঃ: