রাজারহাটে ট্রলির চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু « বিডিনিউজ৯৯৯নেট

রাজারহাটে ট্রলির চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ৩:২৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ৩:২৭
Link Copied!
রাজারহাটে ট্রলির চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু -- বিডিনিউজ৯৯৯ডটকম

রাজারহাটে ট্রলির (ভটভটি) চাকায় পিষ্ট হয়ে এক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম হাবিল উদ্দিন(৩৫)। সে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ ভাটিটারী গ্রামের আব্দুল জব্বারের পুত্র। জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে রাজারহাট সেলিম নগর রোডের আবহাওয়া অফিসের সামনে চলন্ত ট্রলিটির (ভটভটি) ধাক্কায় পিছনে বসে থাকা হেলপার হাবিল উদ্দিন ট্রলির পিছন চাকার নিচে ছিটকে পরে । এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মঙ্গলবার রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এঘটনায় রাজারহাট থানায় মৃতের পিতা আব্দুল জব্বার একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

বিষয়ঃ: