গোদাগাড়ীর বিজয়নগরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মা রামেকে ভর্তি « বিডিনিউজ৯৯৯নেট

গোদাগাড়ীর বিজয়নগরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মা রামেকে ভর্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২২ | ১১:২৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২২ | ১১:২৯
Link Copied!
গোদাগাড়ীর বিজয়নগরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মা রামেকে ভর্তি -- বিডিনিউজ৯৯৯ডটকম

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিজয়নগর গ্রামে ছেলে হাফিজুর রহমান (৩০) এর লাঠির আঘাতে হতভাগা মা জান্নাতুল ফেরদৌস শিউলী(৫০) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫০ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গত ০৯ নভেম্বর ২০২২ রোজ বুধবার বিজয়নগর গ্রামে জমি- জমা সংক্রান্তে ভুক্তভোগীকে মেরে গুরুতর আহত করেন।

সরজমিনে গিয়ে জানা গেছে, ভুক্তভোগীর বাড়ি গোদাগাড়ীর উপজেলার বিজয়নগর গ্রামে। আহত ভুক্তভোগী বলেন আমার ছেলে আমাকে প্রতিদিনই তার ভিটে জমি লিখে দিতে বলেন, কিন্তু ভুক্তভোগী মায়ের আবেদন যে তিনি বেচে থাকাকালীন তার এক ছটাক জমি কোন ছেলেকে দিবেন না! কিন্তু তার ছেলে হাফিজুর রহমান তার সহধর্মিণীর কথা শুনে বাড়ির মাঝখান দিয়ে ইট গেথে দেয়াল তৈরি করে তখন বাড়ির ভিতরে দেয়াল করতে বাধা দিতে গেলে তখন ছেলে ও ছেলের বউ লাঠি দিয়ে আঘাত করতে করতে বাড়ি থেকে বের করে তাদের এলাকার ভিতর পুনরায় আঘাত করে। পরে সেই ভুক্তভোগীকে পরিশেষে একটি গর্তে ফেলে দেয়, পড়ে এলাকার মানুষ বিষয়টি দেখেও সরজমিনে কোন তৎক্ষনাৎ কোন আলোকপাত করেন নি। কেননা ভুক্তভোগীর ছেলের ভয়ে এলাকার সকল মানুষ নিরব ভূমিকা পালন করেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী আরও বলেন, মারার ঘটনা আর নতুন কি? এর আগেও আমাকে টাকা কিংবা জমির জন্য অনেক বার মারধর করেছেন, আমি আমার ছেলের চাকরির জন্য ৪ লাখ টাকাও দিয়েছিলাম। আর এই মার ধরের ফলে আমার হাত ভেঙ্গে গিয়েছিলো।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ অমানবিক নির্যাতনের ঘটনায় আহত বৃদ্ধ মা বিচারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার কতৃপক্ষ বলেন লিখিত অভিযোগ দিলে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে ভুক্তভোগীর মেয়ে বলেন, আমার ভাই প্রায় দিনই আমার মা কে মারধর করতো, আমি গেলেও ভাই ভাবি ঠিক পছন্দ করতেন না আবার ঠুক কথাই আমার সামনে আমার মাকে মারধর করতো আমি প্রতিবাদ করলে আমাকেও মারধর করতো তাই আমি চাই আমার ভাইকে আইনের আওতায় এনে কঠিন তম শাস্তি দেওয়া হোক।

বিজ্ঞাপন

বিষয়ঃ: