প্রধানমন্ত্রীর নির্দেশে অনাবাদী জমিতে চাষাবাদ শুরু করলেন উজিরপুর মডেল থানার- ওসি কামরুল ইসলাম « বিডিনিউজ৯৯৯নেট

প্রধানমন্ত্রীর নির্দেশে অনাবাদী জমিতে চাষাবাদ শুরু করলেন উজিরপুর মডেল থানার- ওসি কামরুল ইসলাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২২ | ১১:৩৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২২ | ১১:৩৩
Link Copied!
প্রধানমন্ত্রীর নির্দেশে অনাবাদী জমিতে চাষাবাদ শুরু করলেন উজিরপুর মডেল থানার- ওসি কামরুল ইসলাম -- বিডিনিউজ৯৯৯ডটকম

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রতিটি এলাকার অনাবাদী, পরিত্যাক্ত জমি চাষাবাদ যোগ্য করে ফসল ফলিয়ে নিজের, সমাজের ও দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে হবে। এরই ধারাবাহিকতা বজায় রাখার জন্য উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান থানা কম্পাউন্ডের ভিতরে কয়েক একর অনাবাদী পরিত্যাক্ত ভূমি চাষাবাদ করে ফসল ফলানোর উদ্যোগ নিয়েছেন।১৬ নভেম্বর বুধবার সকাল থেকে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ শুরু করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিয়েছে। এ কারণে বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বিভিন্ন সভাসমাবেশে দেশের নেতাকর্মী থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষকে স্ব-স্ব স্থান থেকে অনাবাদী ও পরিত্যাক্ত যার যেটুকুন জমি আছে সেখানেই ফসল উৎপাদন করার নির্দেশ দিয়েছেন। যাতে করে বাংলাদেশে মানুষের খাদ্যের সংকট সমাধান হতে পারে। আর এ কাজে উজিরপুরে সর্বপ্রথম মডেল থানার ওসি মোঃ কামরুল হাসান অনাবাদী পরিত্যাক্ত জমিতে চাষাবাদ করেন। তার এই মহতি উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এ ব্যাপারে ওসি কামরুল হাসান জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি বাড়ির আঙিনা থেকে শুরু করে অনাবাদী জমিতে চাষযোগ্য করে ফসল উৎপাদনের নির্দেশ দিয়েছেন। এ নির্দেশকে সম্মান জানিয়ে থানা কম্পাউন্ডের মধ্যে অনাবাদী জমিতে চাষ করে বিভিন্ন ফসল উৎপাদনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। যাতে করে আমাদের চাহিদা পূরণ হয় এবং পুলিশ সদস্যদের মধ্যে আগ্রহ তৈরী হয়। আর এ কারণে অন্য সকলেও উদ্বুদ্ধ হয়ে এ কাজে আগ্রহী হয়। যাতে করে সকল মানুষ যার যেটুকু জমি আছে সেখানে ফসল ফলিয়ে নিজেদের চাহিদা পূরণ করতে পারে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌহিদ জানান, অনাবাদী জমিতে আবাদযোগ্য করে গড়ে তুলতে আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

বিষয়ঃ: