যে আনন্দাশ্রু ছুঁয়ে গেল পুরো আরব বিশ্বকে « বিডিনিউজ৯৯৯নেট

যে আনন্দাশ্রু ছুঁয়ে গেল পুরো আরব বিশ্বকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২২ | ৭:২০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২২ | ৭:২০
Link Copied!

এমন একটা জয় হয়তো তারা নিজেরাও কল্পনা করতে পারেনি। তবুও ধন্য তাদের এই শ্রম। কারণ আজেন্টিনার বিপক্ষে সৌদি আরবের এমন জয় পুরো আরব বিশ্বকে আনন্দের বন্যায় ভাসিয়েছে আজ। ঠিক যেমন জয়ের পর গ্যালারিতে বসা এই ষাট উর্ধ দর্শকের চোখ বেয়ে গড়িছে আনন্দাশ্রু।
টানা ৩৬ টা ম্যাচ পর সৌদি আরবের কাছে হারের তীক্ত স্বাদ পেলো আজ মেসির দল। এমন পরাজয় কখনই তারা চায়নি। যেমনটা ঠিক বিপরিত মধ্যপ্রাচ্যের এই দলটির।

ম্যাচে ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে শুরুতে এগিয়েও গিয়েছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে গেল দৃশ্যপট। উজ্জীবিত আরবরা আলবিসেলেস্তেদের জালে বল জড়াল দুইবার। ফলাফল শেষ বাঁশিতে তাদের ঐতিহাসিক জয়।

শেষ পর্যন্ত লিড ধরে রাখল সৌদি আরব। আর তাতেই ঘটল অঘটন। কাতার বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে আর্জেন্টনাকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত এক জয়ে বিশ্বকাপ শুরু করলো সৌদি আরব।

বিজ্ঞাপন

মূলত সৌদির ক্ষিপ্রতা আর তাদের ফুটবল টেকটিকসের কাছে আজ ধরা খেলো আর্জেন্টিনা। এর মধ্যে প্রথমার্ধের পরপর তিনটি অফসাইডই খেলার মোমেন্টাম পাল্টে দেয়। অফসাইডের ফেরে পরে স্কালোনির দীর্ঘস্বাস হয়ে থাকলো আজকের এই ম্যাচ। ফলাফল আর্জেন্টিনার ২-১ গোলের হার।

কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটেই স্কোরশিটে নাম তোলেন মেসি। অষ্টম মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা। এসময় আলবিসেলেস্তেদের একজনকে ডি বক্সে অবৈধভাবে বাঁধা দেন সৌদি ডিফেন্ডার কানো।

ভিএআরের মাধ্যমে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি মেসি। যার ফলে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

এরপর প্রথমার্ধে আরো তিনবার বল জালে জড়ায় আর্জেন্টিনা। এর মাঝে একবার মেসি ও দুইবার লউতারো মার্টিনেজ সৌদি গোলরক্ষককে পরাস্ত করেন।

ম্যাচের ২২, ২৭ ও ৩৫ মিনিটে হওয়া গোলগুলো তিনবারই অফ সাইডের কারণে বাতিল হয়। ফলে হতাশায় পোড়ে আর্জেন্টিনা। সৌদির হাই লাইন ডিফেন্সের কারণেই বারবার এই সমস্যায় পড়ে আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে প্রথম ধাক্কা খায় আর্জেন্টিনা। সৌদির সালেহ আল শেহরি দারুণ দক্ষতায় এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান। যে ধাক্কা মানসিকভাবে আকাশী নীলদের পিছিয়ে দেয়।

পাঁচ মিনিট পর আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেন সালেম আল দাওসারি। অবিশ্বাস্য এক শটে বল জালে জড়িয়ে সৌদি আরবকে লিড এনে দেন তিনি। এরপর আক্রমণের ধার আরো বাড়ায় সবুজ জার্সিধারীরা।

ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় আর্জেন্টিনা। কিন্তু সৌদির হাই লাইন ডিফেন্স ভাঙতে যথেষ্ট বেগ পায় তারা। এর মাঝে যেটুকু সুযোগও তারা তৈরি করেছে তা নস্যাৎ করে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আলওয়াইস।

অতিরিক্ত সময়ে আব্দুল্লাহ আলামরি গোললাইন থেকে বল ফিরিয়ে দিলে আর্জেন্টিনার ম্যাচে ফেরার আশা প্রায় শেষ হয়ে যায়। বাকি থাকা সময়ে মেসির দল আর গোল করতে না পারলে হার নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। অন্যদিকে স্মরণীয় জয় পায় সৌদি।

সর্বশেষ: