৩ জনকে গুলিতে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা « বিডিনিউজ৯৯৯নেট

৩ জনকে গুলিতে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ২:৫৪
ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ২:৫৪
Link Copied!
৩ জনকে গুলিতে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা -- বিডিনিউজ৯৯৯ডটকম

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিমস্ক শহরের একটি ব্যস্ত এলাকায় ৬৬ বছর বয়সী এক ব্যক্তি তিনজনকে গুলি করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

রাশিয়ার স্থানীয় তদন্ত কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে অন্তত দুজন হামলাকারীর পূর্ব পরিচিত।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে, বন্দুকধারী ব্যক্তিগত শত্রুতার কারণে দুই পরিচিতকে গুলি করেছে। তৃতীয় ভুক্তভোগীর পরিচয় এখনও জানার চেষ্টা করা হচ্ছে।

এ ছাড়া আহত ৬১ বছর বয়সী একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একজন লোক রাস্তায় হাঁটার সময় গুলি চালাচ্ছেন। ভিডিওর শেষে দেখা যায়, ওই ব্যক্তি মাটিতে শুয়ে থাকা একজনকে কাছ থেকে গুলি চালাচ্ছেন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।

ক্রিমস্ক হলো ক্রিমিয়ান উপদ্বীপের কাছে রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলের একটি ছোট শহর, যেটিকে রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে একতরফাভাবে নিজেদের সঙ্গে একীভূত করেছিল।

বিষয়ঃ: