বিদ্যুতের উপর দাড়িয়েই আজকের ডিজিটাল বাংলাদেশ রুপান্তরিত হয়েছে- পলক « বিডিনিউজ৯৯৯নেট

বিদ্যুতের উপর দাড়িয়েই আজকের ডিজিটাল বাংলাদেশ রুপান্তরিত হয়েছে- পলক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৪:১১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৪:১১
Link Copied!
বিদ্যুতের উপর দাড়িয়েই আজকের ডিজিটাল বাংলাদেশ রুপান্তরিত হয়েছে- পলক -- বিডিনিউজ৯৯৯ডটকম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিদ্যুৎ হলো একটি মৌলিক সেবা। যে সেবার উপর দাড়িয়ে বাংলাদেশ আজ ডিজিটাল দেশে রুপান্তরিত হয়েছে। শনিবার দুপুরে প্রায় ১০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নাটোর পল্লিবিদ্যুৎ সমিতির-১, সিংড়া জোনাল অফিস এর নবনির্বিত কমপ্লেক্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, একটি দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ৫০ বছর আগেই এই উপলব্ধি করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই উপলব্ধি থেকেই আজ দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। প্রত্যন্ত গ্রামেও আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জামাত সরকারের আমলে ১ মেগাওয়াট বিদ্যুৎও বৃদ্ধি করতে পারে নাই। তার সব চেয়ে বড় কারন হচ্ছে বিএনপি-জামাত দুর্নীতি সরকারের প্রধান মন্ত্রী খালেদা জিয়ার সরকারী বেসরকারী খাতের যে কো প্রজেক্ট থেকেই ঘুষ দাবি করতো। নাটোর পল্লিবিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ড এর সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে অুষ্ঠানে বক্তব্য দেন, নাটোর পল্লি বিদ্যুৎ-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ এমদাদুল হক, সিংড়া জোনাল অফিস এর ডেপুটি ম্যানেজার মোঃ শাহাদৎ হোসেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

বিষয়ঃ: