আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যানের ইসলামী আন্দোলনে যোগদান। « বিডিনিউজ৯৯৯নেট

আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যানের ইসলামী আন্দোলনে যোগদান।

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ১০:২২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ১০:২২
Link Copied!
আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যানের ইসলামী আন্দোলনে যোগদান -- বিডিনিউজ৯৯৯ডটকম

গাজী মুহিবুল্লাহ মুহিব কলাপাড়া প্রতিনিধি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এ.টি.এম মোস্তাফিজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

আজ (শনিবার, ২৬ নভেম্বর) ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা সেক্রেটারি আর.আই.এম অহিদুজ্জামান তাঁর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আমড়াগাছিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এ.টি.এম মোস্তাফিজুর রহমান চরমোনাই’র অগ্রহায়ণের বার্ষিক মাহফিলে গিয়ে আজ চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের হাতে হাত রেখে ইসলামী আন্দোলনে যোগদান করেন। পরে বিষয়টি তিনি মাহফিল মঞ্চে এসে সবাইকে অবহিত করেন। এর আগে গতকাল (শুক্রবার) তিনি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় পটুয়াখালী জেলা আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২ নভেম্বর অনুষ্ঠিত আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হন তিনি। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

বিষয়ঃ: