চলেগেলেন সাবেক সংসদ সদস্য আলহজ্ব মোঃ শাহজাহান খান « বিডিনিউজ৯৯৯নেট

চলেগেলেন সাবেক সংসদ সদস্য আলহজ্ব মোঃ শাহজাহান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ১:১৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ১:১৯
Link Copied!
চলেগেলেন সাবেক সংসদ সদস্য আলহজ্ব মোঃ শাহজাহান খান -- বিডিনিউজ৯৯৯ডটকম

পটুয়াখালী ০৩ গলাচিপা দশমিনার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃশাহজাহান খান আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় ঢাকার ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পটুয়াখালী জেলা বি এন পির মূলদলের বর্তমান ১নং সদস্য এবং পটুয়াখালীর ঐতিহ্যবাহী হোটেল আল কাওসার এর মালিক।তিনি ছিলেন গলাচিপা দশমিনার সাধারন মানুষের জনপ্রিয় নেতা/বন্ধু তিনি ছিলেন দক্ষিণ বঙ্গের একজন ত্যাগি নেতা ।যার হাত ধরে গলাচিপা, দশমিনায় বি এন পি এখন সুসজ্জিত একটি সংগঠন।

মরহুমের জানাজা নামাজ।আজ বাদ যোহর নয়াপল্টন পার্টি অফিস এর সামনে, আগামী কাল সকাল ৯ টায় তার প্রিয় ভূমি পটুয়াখালীতে, ১১ টায় দশমিনায়,বাদ যোহর গলাচিপা,বিকাল ৩ টায় চিকনিকান্দি ও ৫ টায় মরহুমের নিজ বাড়ী সুতাবাড়িয়ায় জানাজা অনুষ্ঠিত হবে। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি।

বিজ্ঞাপন

বিষয়ঃ: