পটুয়াখালীতে দুমকি অটো ব্রিক্স'র ইট পোড়ানোর কাজ শুরু « বিডিনিউজ৯৯৯নেট

পটুয়াখালীতে দুমকি অটো ব্রিক্স’র ইট পোড়ানোর কাজ শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ১১:৩৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ১১:৩৪
Link Copied!
পটুয়াখালীতে দুমকি অটো ব্রিক্স'র ইট পোড়ানোর কাজ শুরু -- বিডিনিউজ৯৯৯ডটকম

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবস্থিত দুমকি অটো ব্রিক্স’র ইট পোড়ানোর কাজ আজ সোমবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে ।

কোরআন তেলোওয়াত ও মিলাদ মোনাজাতের মাধ্যমে যাত্রা শুরু করে দুমকি অটো ব্রিক্স। দোয়া মোনাজাত পরিচালনার পরে দুমকি অটো ব্রিক্স’র সাফল্য কামনা করে আগুন দিয়ে উদ্ভোদন করা হয় ইটের ভাটা।

এতে দুমকি উপজেলার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক, স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুমকি অটো ব্রিক্স’র ব্যাবস্থাপনা পরিচালক কে এম জিয়াউর রহমান দুমকি অটো ব্রিক্স’র জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন

দুমকি অটো ব্রিক্স’র ব্যাবস্থাপনা পরিচালক কে এম জিয়াউর রহমান বলেন, দুমকি অটো ব্রিক্স প্রতিষ্ঠানটি হওয়ার পরে এলাকার অনেক দিনমজুর খেটে খাওয়া মানুষ আজ খুব খুশি! অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয়ঃ: