মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করলেন আ.লীগ নেতারা « বিডিনিউজ৯৯৯নেট

মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করলেন আ.লীগ নেতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ১২:১৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ১২:১৪
Link Copied!
মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করলেন আ.লীগ নেতারা -- বিডিনিউজ৯৯৯ডটকম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতারা।

রাতে গুলশানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পিটার হাসের সাথে এ বৈঠকে উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, শাম্মী আহমেদ ও মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে মাহবুব উল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, মতবিনিময় ও আলাপচারিতা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রামে বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। আমেরিকানদের তারা জানাতে পারে যে, এখানে বিনিয়োগ করতে পারে।

তিনি আরও বলেন, জবাবে রাষ্ট্রদূত বলেছে, বিষয়টি জানেন, তবে কিছু সমস্যা আছে। আমাদের এখানে আমলাতান্ত্রিক জটিলতায় যেকোনো কাজ দেরি হয়। তবে আমি বলেছি, সবকিছু ডিজিটালাইজ করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো সমস্যা হবে না।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতারা একসঙ্গে নৈশভোজ সারেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ: