শতভাগ ফেল দশমিনা মহিলা দাখিল মাদ্রাসা « বিডিনিউজ৯৯৯নেট

শতভাগ ফেল দশমিনা মহিলা দাখিল মাদ্রাসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ৩:৩৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ৩:৩৪
Link Copied!
শতভাগ ফেল দশমিনা মহিলা দাখিল মাদ্রাসা -- বিডিনিউজ৯৯৯ডটকম

গত ২৮ নভেম্বরে এস সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তাতে পটুয়াখালীর দশমিনা উপজেলায় দক্ষিণ দাশপাড়া আঃগনি মহিলা দাখিল মাদ্রাসা নামে এক প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী ফেল করেন। এ বছর ঐ প্রতিষ্ঠান থেকে ২২ জন ছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহন করেন তাদের মধ্যে কেউ পাস করতে পারেনি।

এক্ষেত্রে প্রতিষ্ঠানের সহকারী সুপার জনাব মজিবুর রহমান বলেন মাদ্রাসাতে শিক্ষকের অপূর্ণতা থাকায় এবং বিগত অনেক বছর ধরে করোনা মহামারীতে ছাত্রীদের লেখাপড়ার মান ভালো না হওয়াতে ফলাফলের এই অবস্থা।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মহিউদ্দিন আল হেলাল বলেন, ঐ প্রতিষ্ঠানের ছাত্রীরা পাস না করার কারণ কি এ বিষয়ে তদন্ত করা হবে এবং পরবর্তী বছর থেকে যেন ঐ প্রতিষ্ঠান ভালো ফলাফল করতে পারে সেক্ষেত্রে আমরা ঐ প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নের জন্য ব্যবস্থা নিবো।

বিজ্ঞাপন

এ বিষয়ে দশমিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ সেলিম মিয়া জানান পর পর ৩ বছর কোন প্রতিষ্ঠান রেজাল্ট শতভাগ খারাপ করলে ঐ প্রতিষ্ঠানের সকলের বেতন ভাতা বন্ধ হয়ে যায়।তাই আগামী বছর থেকে ফলাফল ভালো হয় সে বিষয় আমরা ব্যবস্থা নিবো।

বিষয়ঃ: