কালিয়াকৈরে চুরির অভিযোগে যুবককে বেঁধে রাখার অভিযোগ « বিডিনিউজ৯৯৯নেট

কালিয়াকৈরে চুরির অভিযোগে যুবককে বেঁধে রাখার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১১:২৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১১:২৩
Link Copied!
কালিয়াকৈরে চুরির অভিযোগে যুবককে বেঁধে রাখার অভিযোগ -- বিডিনিউজ৯৯৯ডটকম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গুলোয়া গ্রামে গাড়ির ব্যাটারি ও তেল চুরির অভিযোগে সজীব সরকার নামে এক যুবককে চার দিন ধরে নিজ বাড়িতে ঘরের খুঁটির সঙ্গে শিকলে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও স্থানীয় মাতবরদের বিরুদ্ধে। শিকলবন্দি সজিব কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গুলোয়া গ্রামের সূর্য সরকারের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলার বোয়ালী ইউনিয়নের গুলোয়া গ্রামে গত কয়েক দিন আগে সজীব ও সঞ্জয় নামে দুই যুবক বাড়ির পাশে একটি ভেকু থেকে ব্যাটারি ও তেল চুরি করে বলে অভিযোগ ওঠে। স্থানীয় ইউপি সদস্য শরিফ আল মামুন আবুর বড় ভাই বাবুর মাটি কাটার জায়গা থেকে ভেকুর ব্যাটারি চুরি হয়।

ওই ব্যাটারি চুরির অভিযোগে প্রথমে সঞ্জয়কে ১৭ হাজার টাকা জরিমানার পর তাকে ছেড়ে দেন ইউপি সদস্যসহ কয়েকজন মাতবর। এরপর তারা অপর যুবক সজীবকে ধরে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর তারা মাদকাসক্তের অজুহাত দিয়ে তাকে এক মাস শিকলে বেঁধে রাখার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক সজীবকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হয় তার পরিবার। জরিমানার টাকা পরিশোধ করেও মুক্ত হতে পারেনি সজীব সরকার।

বিজ্ঞাপন

শিকলবন্দি সজীব সরকার বলেন, আমাদের পাশে কেউ নেই। তবে শিকল থেকে মুক্ত হতে পারলে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে শান্তিতে বসবাস করব। এ ব্যাপারে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফ আল মামুন ওরফে আবু বলেন, গাড়ির ব্যাটারি চুরির অভিযোগে তাকে জরিমানা করা হয়েছে। ওই যুবককে শিকলে বেঁধে রাখার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

শরিফ আল মামুন ওরফে আবু বলেন, মাদকাসক্ত থাকায় তার পরিবার তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এ বিষয়ে আমরা কোনো নির্দেশ দেইনি। ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, আওয়ামী লীগ অফিসে চুরির বিচার হয়েছে। শিকলে বেঁধে রাখার বিষয়টি আমার জানা নেই।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, শিকলে বেঁধে রাখাটা অন্যায় হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ: