ধানখালীর কোডেক অফিস সংলগ্ন সেতুটি এখন মরন ফাঁদ « বিডিনিউজ৯৯৯নেট

ধানখালীর কোডেক অফিস সংলগ্ন সেতুটি এখন মরন ফাঁদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১২:২১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ১২:২১
Link Copied!
ধানখালীর কোডেক অফিস সংলগ্ন সেতুটি এখন মরন ফাঁদ -- বিডিনিউজ৯৯৯ডটকম

প্রস্তাবিত জেলা কলাপাড়ার ধানখালী ইউনিয়নের কোডেক অফিস সংলগ্ন ভঙুর সেতুটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। যে কোন সময়ে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

দীর্ঘদিন ধরেই সেতুটি সংস্কার বিহীন থাকলেও সংশ্লিষ্ট মহলের নেই কোন মাথা ব্যাথা। এ সেতু দিয়ে প্রতিদিন ২/৩হাজার মানুষ আসা যাওয়া করছে। পন্য বোঝাই ভারী যানবাহন যাতে চলাচল করতে না পারে সে জন্য এলাকাবাসী সেতুটির দুই দিকে ভিম দিয়ে অবরোধ করে রেখেছে। যাতে সেতুটি ভেঙে না যায়।

প্রতিদিন এ সেতুটি পাড় হচ্ছে ০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অসংখ্য মানুষ। সেতু পার হয়ে ধানখালী ডিগ্রী কলেজ, নোমর হাট ও চম্পাপুরের আমজনতা জীবনের ঝুকিঁ নিয়ে এ সেতু পার হচ্ছে। রাতের বেলা এ সেতুটি ঝুঁকিপুর্ন হয়ে ওঠে। যাত্রী বাহী মটর সাইকেল চালকরা দুর্ভোগে পড়ছে। অন্য এলাকার যানবাহন সড়ক সেতুটির পরিচিতি না থাকায় প্রায়শই ঘটছে মরনঘাতক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অনেকেই হয়েছে আহত।

বিজ্ঞাপন

সেতু সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস এইস এন্ড আশ্রাফ একাডেমি, সঃ প্রাঃ বিদ্যালয়। সেতুটির মাঝ বরাবর প্লাস্টার উঠে গিয়ে বড় ক্ষত সুস্টি হয়েছে। সোমবাড়িয়া বাজার সংলগ্ন তহশিল অফিস, ইউনিয়ন পরিষদ, উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রতিনিয়ত শত শত কোমলমতি শিক্ষার্থী সহ লোকজন এ সেতু পার হয়ে আসা যাওয়া করছে।

পন্যবাহী ভারী যানবাহন ১৫কিঃমিঃ ঘুরে এ বাজারে আসতে হয় ওয়াপদা বেরিবাধের সড়কপথ দিয়ে।বিশেষ করে গর্ভবতী মায়েদের উপ- স্বাস্থ্য কেন্দ্রে আসতে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়।দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন বিশ্বাস, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ তালুকদার,সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক সফল চেয়ারম্যান মরহুম আঃ লতিফ গাজীর সুযোগ্য পুত্র মানবপ্রেমী রাইসুল ইসলাম রাজিব গাজী এ সেতুটি জরুরী সংস্কার দাবী করেছেন দুর্ভোগী আমজনতার সাথে।।

বিজ্ঞাপন

জীবন ঝুঁকিতে নিরাপত্তা হীন আমজনতা এই সেতুটি জরুরী ভাবে নির্মানের দাবী তুলেছেন সংস্লিস্ট মহলের কাছে।১৪দলের জোট সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাযজ্ঞ চলছে নৌকার দুর্গ মুজিব নগর খ্যাত ধানখালী ইউনিয়নে।

দুই যুগ আগের নির্মিত এই সেতুটি জরুরী সংস্কার দাবীতে দুর্ভোগী মানুষ ১১৪,পটুয়াখালী -৪ সংসদ সদস্য মানব দরদী জনতার সেবক আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব সহ সংশ্লিষ্ট মহলের মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন। ধানখালী সোমবাড়িয়া বাজারের ব্যবসায়ীরা সহ দুর্ভোগী মানুষ এ সেতুটির পুনঃনির্মাণের দাবি তুলেছেন।

বিষয়ঃ: