রাজারহাটে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত « বিডিনিউজ৯৯৯নেট

রাজারহাটে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ১১:৫৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ১১:৫৪
Link Copied!
রাজারহাটে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত -- বিডিনিউজ৯৯৯ডটকম

রাত পোহালে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল ৩০নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে উষ্ণ উত্তেজনা লক্ষ করা যাচ্ছে। এবারের সম্মেলনে নবীন প্রবীণের সমন্বয়ে নেতৃত্বে চমক আসবে বলে তৃণমূল নেতাকর্মীদের মাঝে আলোচনা চলছে।

রাজারহাট উপজেলা আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে সমর্থকদের ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। বিভিন্ন প্রার্থীর পক্ষে তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পছন্দের প্রার্থীর পক্ষে তাদের অতিত রাজনৈতিক ভুমিকা তুলে ধরে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে সাধারণ সম্পাদক পদের জন্য বেশ কিছু নাম আলোচনায় এলেও সভাপতি পদে এখন পর্যন্ত তেমন কাউকে প্রচারণা চালাতে দেখা যায়নি।

অনেকে ধারণা করছেন উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করতে পারেন। তাই তার সমকক্ষ কেউ না থাকায় সভাপতি পদের জন্য এখনো কাউকে প্রচার প্রচারণা করতে দেখা যায়নি। তবে সাধারণ সম্পাদক পদের জন্য ইতিমধ্যে একাধিক নাম শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন

রাজারহাট মডেল কৃষি ডিপ্লোমা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শহীদ পরিবারের সন্তান রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের নাম সাধারণ সম্পাদক হিসেবে আলোচনার শীর্ষে আছেন।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হকের নামও আলোচনায় রয়েছে। অন্যদিকে প্রেসক্লাব রাজারহাটের সম্পাদক রফিকুল ইসলাম নিজের ফেসবুক পেজে নিজেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

তবে বেশী আলোচিত বিষয় আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীরা রাজারহাট উপজেলার চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পীকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেখতে চাই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাবেক ছাত্র নেতা মনে করেন যেহেতু কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের রাজনীতি দুটো গ্রুপে বিভক্ত তাই ৩০ নভেম্বরের সম্মেলনে এক পক্ষের থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার সম্ভবনা নেই। জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলীর প্রার্থী হিসেবে আলহাজ্ব আবুনুর মোঃআক্তারুজ্জামানই সভাপতি হচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এদিকে অপর গ্রুপের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু পন্থী হিসেবে পরিচিত অধ্যক্ষ আবুল কালাম আজাদের নামই সাধারণ সম্পাদক হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে। সম্মেলনকে ঘিরে উপজেলা ছাত্রলীগ,উপজেলা যুবলীগ,উপজেলা কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের হাওয়া বইছে।

বিষয়ঃ: